1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

অভয়নগরে পানিবন্দি মানুষের মাঝে সার সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার সংবাদটি পাঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে সার সিমেন্ট কয়লা ও খাদ্যশষ্য আমদানীকারক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়ে উপজেলার ৩০ গ্রামের মানুষ। এতে নিন্মাঞ্চলে নেমে আসে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতি বিবেচনায় জরুরী খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসেন নওয়াপাড়ার ব্যবসায়ী মহল। পানিবন্দি বিভিন্ন এলাকায় গিয়ে এ পর্যন্ত ১৬’শ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে চাল, ডাল, তৈল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সার সিমেন্ট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মশিয়ার রহমান মশি, সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান লিপু মোঘল, কার্যনির্বাহী কমটিরি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম পাটোয়ারী বাবু, তরিকুল ইসলাম, শাহিন রেজা, মিলন হোসেন মোল্যাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। সমিতির নেতৃবৃন্দ বলেন, আমরা এ পর্যন্ত ১৬’শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়াও পানিবন্দি মানুষের জন্য স্যানিটেশন ব্যাবস্থা ও স্বাস্থ্য সুরক্ষাই মেডিকেল ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION