খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর শেরে বাংলা সড়কের শেখ বাড়ি হিসেবে পরিচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাহউদ্দিন জুয়েলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।রবিবার (৪ আগস্ট) এ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। রবিবার আন্দোলনকারী মিছিল নিয়ে বাড়ির সামনে গিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। বাড়ির সামনে কোনো পুলিশ সদস্য বা নেতাকর্মী ছিলো না।একপর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং ভবনের প্রতিটি তলায় আগুন ধরিয়ে দেয়।পড়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।বিকাল পৌনে তিনটার দিকে আগুন নিভে গেলে বেশ কিছু পুলিশ ও এ পি বি এন এর সদস্যরা বাড়িতে আসে। পরে যুবলীগের কিছুই নেতাকর্মীকে বিক্ষোভ মিছিল নিয়ে বাড়ির সামনে আসতে দেখা যায়।সংঘর্ষে আরো অনেককে পিটিয়ে গুরুতর জখম করেছে আন্দোলনকারীরা।এর মধ্যে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।