কেশবপুর(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে আগুন লেগে রুহুল আমিন নামে এক রাজমিস্ত্রীর বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রোববার(৭জুলাই) সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আগুন লেগে ঘরবাড়ি, মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিংড়া গ্রামের মোড়লপাড়া এলাকার রাজমিস্ত্রী রুহুল আমিনের বাড়িতে আগুন লাগে। আগুনে তার টিনের বসতঘর, ফ্রিজ, মোটরসাইকেল, আলমারিসহ যাবতীয় মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ওই ব্যক্তির বসতবাড়ির সবকিছু পুড়ে গেছে।
অপরদিকে, একইদিন দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের সারুটিয়া গ্রামের বাড়িতে বিচালীর গাদায় আগুন লেগে পুড়ে গেছে। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন