1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

কেশবপুরে যুবদলকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশের সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৮ বার সংবাদটি পাঠিত
আব্দুল খালেক,কেশবপুর
যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় মনিরুল ইসলাম(৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার সরসকাঠি বাজারে হামলার ঘটনা ঘটে। নিহত মনিরুল যুবদল কর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন চিংড়া ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, নিহত মনিরুল ইসলাম বিকেলে সরসকাঠি বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বরণঢালী গ্রামের রেজা হাসান সবুজের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রড, লাঠি নিয়ে মনিরুলের ওপর হামলা চালায়। এতে মনিরুল ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদেরকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। এদিকে হামলাকালে স্থানীয়রা সবুজ, লিটন ও সালাউদ্দিন নামে তিন যুবককে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই শামীম হোসেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আরো যারা জড়িত রয়েছে তাদের আটকে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION