সাতক্ষীরা জেলা প্রতিনিধি
শ্যামনগর “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা” টাকার বিনিময়ে প্রার্থী চুড়ান্ত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়ন এর অন্তর্গত ”আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা” নিরাপত্তা কর্মী ও আয়া পদের বিপরীতে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অত্র মাদ্রাসা “সুপার” মোহাম্মদ আশরাফ হোসাইন ও ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন পরস্পর যোগসাজশে নিয়োগ বোর্ডের আগে উৎকোচ বিনিময়ে ২জন প্রার্থীকে বিধিবহির্ভূত ভাবে মনোনীত ও চুড়ান্ত করেন।
উল্লেখিত দুই পদের মধ্যে আয়া পদে সুমাইয়া আফরিন সুমি কে মনোনীত করে তার নিকট থেকে ১৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন অত্র মাদ্রাসা সুপার মোহাম্মদ আশরাফ হোসাইন ও ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন। টাকার বিনিময়ে আয়া পদে চুড়ান্ত করা ঐ প্রার্থী ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন এর ভাগনী। অপরদিকে নিরাপত্তা কর্মী পদে সাইফুল ইসলাম সোহাগ কে মনোনীত করে তার নিকট থেকে ১৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা” সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি।
স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা” সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক ৩০ লক্ষ টাকা উৎকোচ বিনিময়ে তাদের মনোনীত প্রার্থীদের কে সংশ্লিষ্ট মদ্রাসা বোর্ড প্রতিনিধি, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত সহ নিয়োগ কমিটিকে ম্যানেজ করার মধ্য দিয়ে লোক দেখানো সাজানো পাতানো একটি নিয়োগ বোর্ডের মাধ্যমে বিধিবহির্ভূত ভাবে নিয়োগ প্রদান করা হবে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, মেধা নয় টাকায় বিনিময়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। শনিবার ০৮ জুন সকাল ০৯ টার সময় আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত পাতানো নিয়োগ পরীক্ষার আগে মনোনীত ও চুড়ান্ত করা দুইজন প্রার্থীর মাঝে প্রশ্নপত্র ফাঁস করে তাদের উত্তীর্ণ করে নিয়োগ প্রদান করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা” সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক নিয়োগের আগে প্রার্থী মনোনীত ও চুড়ান্ত করার অপকর্মে সাতক্ষীরা জেলা প্রশাসক, মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারী ৬ প্রার্থী।
এ বিষয় “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা” সুপার মোহাম্মদ আশরাফ হোসাইন এর সাথে মুঠো ফোনে আলাপকালে তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয় “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা” ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
এ বিষয় শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত মুঠোফোনে আলাপকালে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি ০৮ জুন “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায়” ২ পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে দাবি করেন।