কলারোয়া প্রতিনিধিঃ সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সাতক্ষীরা যশোর মহাসড়কে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহবায়ক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, ডিপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক সৈয়দ আলী গাজী, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার আব্দুল গাফফার, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ,সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।