1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সাতক্ষীরায় পূর্ব-শত্রুতার জেরে ১২টি কুলগাছ কাটার অভিযোগ

  • প্রকাশের সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪ বার সংবাদটি পাঠিত

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের বাইপাস এলাকয় পূর্ব শত্রুতার জেরে ১২টি কুলগাছ কাটার অভিযোগ উঠছে। গত শনিবার সকালে সাতক্ষীরা শহরের কামালনগর বাইপাসের পশ্চিম পাশে মোঃ শহিদুল ইসলামের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।এতে মৎস্য ঘেরের ভেঁড়ীর উপর কুলগাছ কেটে ফেলায় ৪০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।

এ বিষয়ে ভুক্তভোগী শহিদুল সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগ সূত্রে জানা যায়।

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ শহিদুল ইসলাম (৫৯), পিতা- মৃত মোসলেম মোল্লা, সাং- বাগানবাড়ী, থানা ও জেলা- সাতক্ষীরা। বিবাদী- ১। মোঃ নুরুজ্জামান (৫০), পিতা- মৃত সিয়াম উদ্দীন সরদার, ২। মোঃ রুবেল (৩০), পিতা- মোঃ নুরুজ্জামান, ৩। মোঃ রশিদ (৫০), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- কামালনগর বৌবাজারের পাশে, থানা ও জেলা- সাতক্ষীরা সহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, সাতক্ষীরা শহরের কামালনগর বাইপাসের পশ্চিম পাশে আমার ১১ বিঘা জমির একটি মৎস্য ঘের আছে। মৎস্য ঘের আমি দেখাশুনা করি। ঘেরে অনুমান ৫০ লক্ষ টাকার মাছ আছে। ঘেরের জমি নিয়ে উক্ত বিবাদীদের সাথে বিরোধ থাকায় তাহারা আমার ঘেরের ক্ষতি করার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসিতে থাকে। আমার ঘেরের ভেড়ীর উপর বিভিন্ন তরিতরকারি লাগাই। সেই সবজির গাছ বিভিন্ন ধরনের কুঞ্চি চটা ইত্যাদি দিয়ে মাচান তৈরী করি।

গত ইং- ১৭/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় বিবাদীরা হাতে দা, কুড়াল সহকারে আমার ঘেরের মধ্যে অনধিকার ভাবে প্রবেশ করিয়া ঘেরের ভেঁড়ীতে লাগানো ১০/১২ টি কুল গাছ কেটে ৪০,০০০/-টাকার ক্ষতিসাধন করে। ঐসময় আমি ঘেরে ছিলাম না। আমার কর্মচারীরা বাধা দিলে বিবাদীরা তাহাদের মারধর করিতে উদ্যত হয়। পরবর্তীতে ঘেরে যাওয়ার পর আমার কর্মচারীরা বিষয়টি আমাকে জানায়। এরপর বিবাদীদের নিকট কুল গাছ কাটার কারন জিজ্ঞাসা করিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। আমার মাছের ক্ষতি করিবে, আমাকে সহ আমার কর্মচারীদের দিনে রাতে ফাঁকা পাইলে খুন জখম করিবে বলিয়া হুমকি দেয়। সাক্ষী- ১। শুকুর আলী, পিতা- অজ্ঞাত, সাং- বকচরা, ২। আহম্মদ আলী, পিতা- অজ্ঞাত, সাং- কুখরালী, উভয় থানা ও জেলা- সাতক্ষীরা সহ আরও অনেকে ঘটনা দেখে ও শোনে। ইতিপূর্বেও বিবাদীরা আমার মৎস্য ঘেরের ক্ষতিসাধন করে, ঘের থেকে মাছ ধরে নিয়ে যায়, বিভিন্ন সময় গাছগাছালি কাটে। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনদের জানাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অতএব, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে জনাবের মর্জি হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION