সোহাগ হোসেনঃ যশোরের বেনাপোল চেকপোস্ট সীমান্তের ওপারে পেট্রাপোল বিএসএফ ও বিজিবি মধ্যে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)দুপুরে ভারতীয় বিএসএফ ক্যাম্পে এ বৈঠক হয়।
এ বৈঠকে বাংলাদেশে পক্ষে ছিলেন যশোর বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা,৪৯ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নজরুল ইসলামসহ ৪ সদস্য।ভারতের পক্ষে ছিলেন বিএসএফ ১৭৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল অরুণ কুমার সহ ৪ সদস্য।
আইসিপি ক্যাম্প সূত্রে জানা যায় সীমান্ত ঘেঁষে ভারতীয় ইমিগ্রেশন ভবন নির্মাণ, মাদকদ্রব্য ও অস্ত্র পাচারসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।