বিশেষ প্রতিনিধি
যশোর-সাতক্ষীরা মহাসড়কের ব্যাস্ততম শহর মণিরামপুর বাজারের থানা মোড়ের সিটি ফার্মেসীর মালিক মোঃ পারভেজ হোসেন সড়ক ও জনপদ(সওজ) বিভাগ যশোরের নির্মাণকৃত ১৮ ফিটের রাস্তার উপরেই ২ফিট নিজের সুবিদার্থে ঢালায় দিয়ে উঁচু করা সহ ৪ ফিট এরিয়া মার্ক পয়েন্টে টুল ও মোটরসাইকেল পার্কিং করেছেন কেনো! এটা জানতে চাইলে গণমাধ্যম কর্মীকে মালিক পারভেজ হোসেন ক্ষিপ্ত হয়ে জানান,রাস্তার উপরে জমে যাওয়া পানির উপর গাড়ির চাকায় পানি দোকানে লাগবে তার জন্য টুল দিয়েছি “আমি আইন তৈরি করি! আপনারা পারলে কিছু করে দেখান”।
তবে ঘঠনাকালীন সরেজমিনে, ৯ জুলাই বাজারের ব্যাস্ততম সময়ে সংকুচিত মহাসড়কে গণপরিবহন চলাচলে বাধাগ্রস্ত করে আইন অমান্য করেছে। আবার,সওজের ঢালায় রাস্তার উপর নিজে ৪” (ইঞ্চি) ঢালায় করে উঁচু করাতে রাস্তার পানি বের হতে না পারায় তার দোকানের সামনেই পানি জমে আছে।অথচ তার দোকানের পাশের দোকানের সামনেই পাইপ লাইন আছে পানি ড্রেনে যাওয়ার জন্য।
যানবাহন চলাচলে রাস্তায় জায়গা থাকা সত্বেও গাড়ির এন্টিকাটার জালিয়ে বিপদজনক ক্রসিং করে দূর্ঘটনার প্রবনতা তৈরি করে আরেক অপরাধ করে বসেছেন।
ঘঠনার সময়েই একাধিক অটো চার্জার ভ্যান চালক ও যশোর-সাতক্ষীরা সড়কে পরিবহন,বাস চালকেরাও চলাচলে বাধাগ্রস্ত হয়েছেন বলে জানাগেছে।
এ সমস্ত কিছু জানালে, থানা মোড়ের সিটি ফার্মেসীর মালিক মোঃ পারভেজ হোসেনের বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন বলে জানান,মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম।