মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সন্ত্রাসী কোনো দলের হতে পারে না”—এই বার্তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। ফেসবুকে দেওয়া তাঁর একটি পোস্টে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এই পোস্টে শতাধিক মানুষ প্রশংসা জানিয়ে মন্তব্য করেছেন।
রোববার রাতে দেওয়া ফেসবুক পোস্টে আসাদুজ্জামান মিন্টু লিখেছেন:“সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। যারা চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারিত্ব, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তাদের সকলকে চিহ্নিত করে অবিলম্বে আইনগত আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করছি। পাশাপাশি এ ধরনের অপরাধীদের দায়-দায়িত্ব কোনো রাজনৈতিক দল বহন করবে না। …আমরা সবাই সচেতন থাকবো এবং এসব কর্মকাণ্ড থেকে সর্বদা দূরে থাকবো এই প্রত্যাশা করছি।”এই স্ট্যাটাসের নিচে মুহূর্তেই প্রতিক্রিয়া জানাতে থাকেন দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
Md Abu Sufian মন্তব্য করেন, “নিজেকে নিজের মতন করে তৈরি করুন, তাতে আপনার ভালো হবে ও মনিরামপুর ঝাঁপির জন্য শুভকামনা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ।”
Ome Rahman লিখেছেন,“৫ তারিখের পর থেকে কেন্দ্র থেকে জেলা পর্যন্ত নেতাদের ব্যাংক ও অন্যান্য সম্পদের হিসাব পরিক্ষা করলেই বোঝা যাবে কে কি করছে!!”
Md Tasabbur প্রস্তাব দেন,“এই মুহূর্তে মনিরামপুরে একটি অভিযোগ বক্স তৈরি করতে হবে, যদি কেউ অপরাধীদের সঙ্গে জড়িত থাকে তাহলে সাধারণ মানুষ সেখানে অভিযোগ করতে পারবে।”
আরো অনেকে পোস্টটিকে ‘সুন্দর লেখা’, ‘গঠনমূলক পরামর্শ’ ও ‘সঠিক কথা’ হিসেবে অভিহিত করেছেন।
M.A. Basar মন্তব্য করেন, “আপনার মত বিচক্ষণ নেতা সবাই হলে তো ভালোই হতো।”
Rofiqul Islam BD বলেন,“প্রকৃত রাজনীতিবিদদের এমনই হওয়া উচিত।”রাজনৈতিক অঙ্গনে যখন অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয় না বলে অভিযোগ উঠে, তখন আসাদুজ্জামান মিন্টুর এই বক্তব্য রাজনীতির নৈতিকতার প্রশ্নে এক সাহসী বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের প্রশংসাসূচক মন্তব্যে বোঝা যাচ্ছে, এমন অবস্থান জনপ্রিয়তা ও আস্থার জায়গা তৈরি করছে।