1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

খুলনায় পৌঁছেছেন এনসিপি নেতারা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২২ বার সংবাদটি পাঠিত

খুলনা প্রতিনিধি

গোপালগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় তারা খুলনা সার্কিট হাউজে পৌঁছান। বর্তমানে এনসিপি নেতারা সেখানেই অবস্থান করছেন।রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন এনসিপির নেতারা। বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি।দলীয় সূত্র জানায়, বর্তমানে খুলনা সার্কিট হাউজে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, দলের শীর্ষ নেতারা সার্কিট হাউজে অবস্থান করছেন। রাত সাড়ে ৯টায় প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করবেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION