বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান পণ্য সামগ্রী উদ্ধার করে।
বৃহস্পতিবার(১৭সেপ্টেম্বর) দুপুরে সাদিপুর গ্রামের অভিযান চালিয়ে ভারতীয় ১হাজার৪ শত পিস গোমেলা ক্রীম ও ৭শত পিস কিটকাট চকলেট জব্দ করে। পুলিশের উপস্থিত দেখতে পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পণ্য সামগ্রী এনে সাদিপুর গ্রামের রাস্তার পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই জাকির হোসেন ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এ চালানটি উদ্ধার করে।