বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার করা ৪৬৮০ পিস ইনজেকশন আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর)সকালে পুটখালী সীমান্তের কাঁচা রাস্তার উপর থেকে এ ওষুধের চালান টি উদ্ধার করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
২১বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী পূর্বপাড়া কাঁচা রাস্তার উপর হতে ভারতীয় Cholecalciferol Injection এর চালানটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আটককৃত মালামাল ব্যাটালিয়ন সদরে জমা করা হবে।