বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ২০০বোতল ফেন্সিডিল উদ্ধার। এ সময় কোন মাদক ব্যাবসায়ীকে আটক করতে পারে নাই।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)দুপুর ১২ টার সময় বড়আঁচড়া গ্রামে বাগে এ জান্নাত মাদ্রাসার পেছনে শাহাজানের বাড়ির পাশে অভিযান চালিয়ে ফেন্সিডিলের বস্তা উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাকির ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ উক্ত স্থান থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।পুলিশের উপস্থিত টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।এ ব্যাপারে পালাতক আসামির বিরুদ্ধে মামলা দেয়ার প্রক্রিয়া চলছে।