স্টাফ রিপোর্টারঃ ঝিকরগাছার নির্বাশখোলার খ্রিস্টান পাড়ার রানা বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ড্রাইভার নুর মোহাম্মদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নুর মোহাম্মদ শার্শার দক্ষিন বুরুজ বাগান এলাকার মৃত আব্দুল কাদেরে ছেলে। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক পুলিশের চাওয়্ াপাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৮ আগস্ট গভীর রাতে একদল ডাকাত রানা বিশ্বাসের বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে সোনার গহনা, নগদ টাকাসহ পাঁচ লাখ আট হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রানা বিশ্বাস অপরিচিত ৭/৮ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় ডাকাতি মামালা করেন। এ মামলায় আটক আসামিদের স্বীকারোক্তিতে প্রাইভেট কার চালক নুর মোহাম্মদকে আটক করা হয়।