ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত(৪০) পরিচয় এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের গায়ে আকাশি কালারের টি-শার্ট ও পরনে লুঙ্গি রয়েছে। উপজেলার চাঁদপাড়া গ্রামের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করে যশোর রেলওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মনিতোষ বিশ্বাস জানান, খবর পেয়ে রেল লাইনের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের বেলা মাথায় আঘাত লেগে ওই যুবক মারা গেছে। তবে কখন কিভাবে ঘটনাটি ঘটেছে তার সঠিক করে বলা যাচ্ছে না। ময়নাতন্তের জন্য নিহতের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্তের পর বিস্তারিত জানা যাবে।