রূপসায় জাকো কাজীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা
খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের যুগীহাটি গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা কাজী আনসার হোসেন স্মৃতি সংসদ ও প্রতিবন্ধী স্কুল’-এর নামে বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রভাবশালী ব্যক্তি কাজী ইমাম জাকারিয়া, যিনি জাকো কাজী নামে এলাকায় পরিচিত।
জানা গেছে, জাকো কাজী মৃত কাজী নূর মোহাম্মদের পুত্র এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদির ঘনিষ্ঠজন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের নামে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এই দুর্নীতির সঙ্গে পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে এমপি আব্দুস সালাম ও তার স্ত্রী শারমিন সালামের বিরুদ্ধেও।
শুক্রবার সকালে যুগীহাটি গ্রামে বিতর্কিত বিদ্যালয়টির সামনে বিক্ষোভ করেন শতাধিক স্থানীয় বাসিন্দা। ‘প্রতিবন্ধীদের টাকা চোরের বিচার চাই’, ‘শিশুর ভবিষ্যৎ নষ্টকারীদের শাস্তি হোক’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রতিবাদকারীরা বলেন, “প্রতিবন্ধী শিশুদের নাম ব্যবহার করে টাকা তুলে নিজের স্বার্থসিদ্ধি করেছেন জাকো কাজী। আমরা আর চুপ থাকবো না।”
অভিযোগ বিষয়ে জাকো কাজীর বাড়িতে গেলে তার স্ত্রী বলেন, “যা খুশি করেন। আমার স্বামী বাড়িতে নাই।” স্থানীয়দের মতে, এ ধরনের উত্তর শুধু দায়িত্ব এড়ানোর প্রচেষ্টা নয়, বরং ক্ষমতার দম্ভও প্রকাশ করে।
জনগণের দাবির মুখে তারা জোরালোভাবে তদন্তের দাবি জানিয়ে বলেন, “যদি বিচার না হয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।”
রূপসার এই ঘটনা প্রশ্ন তোলে—যেখানে প্রতিবন্ধী শিশুদের অধিকার রক্ষা করার কথা, সেখানে কি দুর্নীতিই এখন নিয়মে পরিণত হয়েছে?