খুবি(খুলনা)প্রতিনিধি
বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে গতকাল ২৭ এপ্রিল (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আরআইসি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “মেধাসম্পদ অধিকারের মাধ্যমে উদ্ভাবনী কাজের স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন মেধাসম্পদ সৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয় গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখে চলেছে। মেধাসম্পদ সুরক্ষা ও ব্যবহারে সচেতনতা তৈরি করা সময়ের দাবি।”বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, “মেধাসম্পদ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে এবং তাদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড া বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস্টেট শাখার প্রধান এস এম মোহাম্মদ আলী।শোভাযাত্রায় অংশ নেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ, আরআইসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরা।