1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

  • প্রকাশের সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার সংবাদটি পাঠিত
বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মেহেদী হাসান,খুলনা

‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) খুলনা সিভিল সার্জন কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদের সভাপতিত্বে আলোচনাস ভায় খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খাইরুল আনাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা-সহ চিকিৎসক, নার্স ও কুষ্ঠরোগ নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় অতিথিরা বলেন, উন্নত চিকিৎসাব্যবস্থা না থাকায় একসময় কুষ্ঠ রোগকে অভিশাপ হিসেবে বিবেচনা করা হতো। বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই এরোগ নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করা শুরু হয়। এখন রোগটিতে আক্রান্ত ব্যক্তির সুচিকিৎসা গ্রহণ করে সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। কেবল সরকারি প্রতিষ্ঠানই নয়, বর্তমানে কুষ্ঠরোগীদের কল্যাণে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কাজ করছে। প্রাথমিক স্তরে রোগটি শনাক্ত হলে বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করা যায়। সাধারণ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কুষ্ঠ রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে। জটিল রোগীদের এসকল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করে সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। রোগটির বিষয়ে জনসচেনতা বৃদ্ধি ও কুসংস্কার দূর করা গেলে এ রোগে আক্রান্ত ব্যক্তিরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পারবেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION