জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া(খুলনা)
খুলনার ডুমুরিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে উপকরণ হিসেবে বিনামুল্যে সোনালী মুরগি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজিত, সুফলভোগী পরিবারের মাঝে এপর্যন্ত ৯ টি পরিবারের মাঝে ২০টি করে (১৮০ টি)সোনালী মুরগি বিতরণ করা হয়। বাকি ক্ষুদ্র নৃ-গোষ্টী পরিবারের মাঝে পর্যায়ক্রমে এ সোনালী মুরগি বিতরণ করা হবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্তরে,উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আশরাফুল কবিরের তত্ত্বাবধানে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম বিনামুল্যে এসব মুরগি বিতরণ করেন। উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল, ভেটেনারি ফিল্ড সহকারী মোঃ আমজাদ হোসেন, ও মোঃ মফিজুল ইসলাম, কম্পাউন্ডার মোঃ আশরাফুল আলম, ও ফিল্ড সহকারী (কূতিম প্রজনন) বৃন্দাবন কবিরাজ প্রমুখ। ঐ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম বলেন, সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় বিনামূল্যে ২০টি করে সোনালী লেয়ার জাতের মুরগী প্রদান করা হয়। এতে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ণ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।