আব্দুল খালেক,কেশবপুর(যশোর)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের অর্থনৈতিক শুমারি ২০২৪ এর কাজ শেষে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ও ত্রিমোহিনী ইউনিয়নের সকল সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের যৌথ উদ্যোগে শুমারি কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে তথ্য সংগ্রহকারী আজহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলার সরসকাটি ব্রিজ সংলগ্ন ইচ্ছা বিডি ক্যাফি হাউসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর ও মনিরামপুর উপজেলার শুমারি সমন্বয়কারী অফিসার তাহের মাহমুদ সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার সহকারী শুমারি অফিসার মোঃ মাহবুবুর রহমান , সাংবাদিক এম এ রহমান,উপস্থিত ছিলেন জোনাল অফিসার মিঠুন চক্রবর্তী, আইটি অফিসার বিশ্বজিৎ, রিপোন, আলমগীর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহবুবুর রহমান।