আব্দুল খালেক,কেশবপুর(যশোর)
উদযাপন উপলক্ষে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে ওই মুক্ত আড্ডার আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর পরিচালনায় মুক্ত আড্ডায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম, সমাজ উন্নয়ন কর্মী বাবুর আলী গোলদার, সুফিয়া পারভিন শিখা, মুনসুর আলী, সৈয়দ আকমল, আব্দুল হালিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্রাট হোসেন প্রমুখ।