জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া(খুলনা)
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”এই স্লোগানকে সামনে রেখে,উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, র্যালি,পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে, জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনে,দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,প্রধান অতিথির বক্তৃতা করেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেক্টার মোঃ মনির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মোঃ মুক্তার হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,সমাজসেবক মাওলানা আব্দুল কাইয়ুম জমাদার, এ্যাডভোকেট আলমগীর হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস,হাফিজ মোঃ শরিফুল ইসলাম,ডুমুরিয়া উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা মাকসেদুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন (তৌকির) আহমেদ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। আলোচনা সভা শেষে ডুমুরিয়ায় সমাজ সেবা অফিসের উদ্যোগে ৯জন ঋণ গ্রহিতাদেরকে ৪লক্ষ ২০হাজার টাকার চেক প্রদান, ৩জন প্রতিবন্ধীদের পরিচয় পত্র প্রদান, ৬জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান, ও অসুস্থ ২জন প্রতিবন্ধীকে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেন।