1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
মনিরামপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে (টি, এস) অনুষ্ঠিত পাইকগাছার শান্তা গ্রামে পুকুরের মাছ চুরির ঘটনায় চোর হাতেনাতে আটক আশি শতাংশ মানুষই ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়- মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত ঝিকরগাছায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন সাইনবোর্ড আছে অফিস নাই যশোরে নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা বেনাপোলে বিজিবির অভিযানে কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ যশোরে আবাসিক এলাকায় হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইন স্থাপনে বিক্ষোভ

সাতক্ষীরার রসুলপুরে বেপরোয়া চোর চক্র, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশের সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার সংবাদটি পাঠিত
সাতক্ষীরার রসুলপুরে বেপরোয়া চোর চক্র, আতঙ্কে এলাকাবাসী

ওমর ফারুক বিপ্লব,সাতক্ষীরা

সাতক্ষীরার পৌর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামে বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্র। গত চার মাসে রসুলপুর গ্রামে প্রায় শতাধিক হাঁস-মুরগি লুট ও ১০টি সাইকেল চুরির ঘটনা ঘটেছে।স্থানীয়রা বলছেন, ৫ আগস্টের পর পুলিশি তৎপরতা শিথিলতার সুযোগে একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে সংঘবদ্ধ চোরচক্র। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। গত চার মাসে যারা এ চোরচক্র সিন্ডিকেটের কবলে পরে হাঁস-মুরগি,সাইকেল, টিওয়েল ,সহ বাড়ির আসবাপত্র চুরি হচ্ছে প্রতিনিয়ত। ভুক্তভোগীরা বলেন, গতো কয়েকদিন চুরি হয়েছে রসুলপুর গ্রামের দিনমুজুরি হয়েত আলীর বাড়ি, দিনমুজুরি বাবলু মোল্লা,কাদের খান, দিপু খান, ফিরোজ,বজলু রহমান, মৃত্য নুনি খানসহ একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটছে। গত ২৮ ডিসেম্বর রাতে রসুলপুর গ্রামে রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ফজলু রহমানের বাড়ির বারান্দা থেকে সংঘবদ্ধ চোরের দল সাইকেল চুরি করে নিয়ে যায় পরে ফজলু রহমান সাইকেল দেখতে না পেয়ে চোর চোর বলে ধাওয়া করলে চোরের দল সাইকেলটি কবরস্থানে রেখে পালিয়ে যায়। রসুলপুর গ্রামের ইজিবাইক চালক লিটন বলেন,গত ১২ নভেম্বারে আমার মুরগির কোটার থেকে ৫টি চিনির হাঁস চুরি হয়েছে।আরো বলেন যে ভাবে বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্র আমরা এখন আমাদের রাত হইলে নিরাপত্রাহীনয়তায় ভুগছি। রসুলপুর গ্রামের ইয়াছিন বলেন, আমাদের ইতিহাসে এমন চুরির ঘটনা ঘটেনি কখনও। তিনি এই চোর চক্রকে আইনের আওতায় এনে চুরি রোধ করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শামিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION