1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

কেশবপুরে বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২২ বার সংবাদটি পাঠিত
কেশবপুরে বিপ্লব ও সংহতি দিবস পালিত
আব্দুল খালেক, কেশবপুর(যশোর)
যশোরের কেশবপুরে ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে থানা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালিন সময় সেনা বাহীনির অফিসার ছিলেন। খালেদ মোশাররাফসহ তাদের চক্রান্তে আমাদের প্রিয় নেতা ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত গৃহবন্দী ছিলেন। ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তৎকালিন সময়ে বাকশালের কারনে বাংলাদেশের জনগন স্বাদীনতা ভোগ করতে পরেনি। খন্দকার মোস্তাকের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল সেই সরকারের আগের ৪টি দিন বাংলাদেশে কোন সরকার ছিল না। তেমনই আমরা দেখেছি গত ৫ আগস্টের পরের ৩টি দিন বাংরাদেশে কোন সরকার ছিল না। ৭ নভেম্বার সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানকে কারামুক্ত করেছিলেন। আমাদের প্রিয় নেতা বাংরাদেশের স্বাদীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে, এ দেশের জনগনের মুখে হাসি ফোটানোর জন্যে। তলাবীহিন ঝুড়ির মত একটা  রাষ্ট্রকে ভরা ঝুড়িতে পরিনত করার জন্যে ইসলামী বিশ্বে তিনি বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী বিশ্বে নেতৃত্ব দিয়েছেন। ৭ নভেম্বরের কারনে বাংলাদেশ জতীয়তাবাদী নামক দল গঠন হয়েছে।  দেশী-বিদেশী চক্রান্তকারীরা  চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমবাভে আমাদের প্রিয় নেতাকে হত্যা করেছিল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। এছাড়া বক্তব্য রাখেন থানা বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, থানা বিএনপি নেতা রেজাউল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম অটল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুুন কবির সুমন, বিএনপি নেতা আকরাম সানা, মুস্তাক আহমেদ, ডাক্তার আনিসুর রহমান, মহিউদ্দিন, থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, থানা যুবদল নেতা আব্দুল গফুর,  কৃষক দলের সদস্য সচিব কে এম আজিজ, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান। আলোচনা শেষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION