কণ্ঠ ডেস্ক
মঙ্গলবার সকালে হোয়াইট হাউজের ঠিক বাইরে, উদ্বোধনী কুচকাওয়াজ দেখার জন্য স্ট্যান্ড তৈরি করছেন নির্মাণকর্মীরা। ওই কুচকাওয়াজের আর মাত্র ৭৬ দিন বাকি। আর হোয়াইট হাউজের অভ্যন্তরে নিরিবিলি সময় কাটাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি অপেক্ষায় করছেন, যে নারীকে (কমলা হ্যারিস) তিনি তার রানিং মেট হিসেবে বেছে নিয়েছিলেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, নাকি চার বছর আগে যে ব্যক্তিকে (ডোনাল্ড ট্রাম্প) তিনি পরাজিত করেছিলেন তার কাছে তা ফিরিয়ে দেবেন। শনিবার নিজ শহর পেনসিলভানিয়ার স্ক্রানটনে একটি চূড়ান্ত নির্বাচনি প্রচারণা শেষে ডেলাওয়্যারের উইলমিংটনে বেশকিছুক্ষণ সময় কাটান বাইডেন। এর পর সোমবার হোয়াইট হাউজে ফিরে আসেন। এদিকে, ফার্স্ট লেডি জিল বাইডেন নির্বাচনের দিনের সকালটা উইলমিংটনে শুরু করেছেন। রাতে স্বামীর সঙ্গে ফিরে আসার আগে, সেখানে নিজের ভোটটি দিয়ে আসবেন তিনি। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি হোয়াইট হাউসের বাসভবনে দীর্ঘদিনের সহযোগী ও সিনিয়র কর্মীদের সঙ্গে নির্বাচনের ফলাফল দেখবেন। সারাদেশে নির্বাচনি প্রতিযোগিতার অবস্থা নিয়ে নিয়মিত আপডেট পাবেন বাইডেন। তবে কোনও অনুষ্ঠানে দেখা যাবে না তাকে।