কণ্ঠ ডেস্ক
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে শক্তিশালী সম্পর্ক শুধু ইউরোপীয় নিরাপত্তার জন্যই নয় বরং তা যুক্তরাষ্ট্রের জন্যও হুমকিস্বরূপ,বলেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ সতর্কতা উচ্চারণ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ন্যাটো মহাসচিব বলেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে কীভাবে সম্মিলিতভাবে এই হুমকির মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করতে আগ্রহী। রাশিয়া নতুন প্রযুক্তি উত্তর কোরিয়ায় সরবরাহ করছে। এর বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা দিচ্ছে। এটি শুধু ন্যাটোর ইউরোপীয় অংশের জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি। ইউরোপীয় নেতাদের সঙ্গে বুদাপেস্টে এক বৈঠকের আগে এ কথা বলেন রুটে।