কণ্ঠ ডেস্ক
জাপান সেলফ ডিফেন্স ফোর্সের একটি জাহাজে রবিবার (১০ নভেম্বর) আগুন লেগেছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ফুসফুসে ধোঁয়া প্রবেশ করায় আক্রান্ত এক ক্রুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স তাদের এক বিবৃতিতে বলেছে, ফুকুোকা প্রিফেকচারের উপকূল ধরে উকুশিমা নামক মাইনসুইপারটি অগ্রসর হচ্ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ৪০মিনিটে অকস্মাৎ জাহাজে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের কারণ এখনও চিহ্নিত করা যায়নি।এনএইচকের প্রচারিত ফুটেজে দেখা গেছে, জাহাজটির মাঝখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। স্থানীয় সময় দুপুর ২টা ৩০মিনিটের দিকে ওই ভিডিও ধারণ করা হয়। জাপান কোস্ট গার্ডের বরাতে এনএইচকে দাবি করেছে, ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর এক ক্রু সদস্য সেখানে আটকা পড়েছিলেন। মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের মুখপাত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেননি। কোস্ট গার্ডের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কোনও সাড়া পায়নি রয়টার্স।