1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

অবিলম্বে গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান সৌদি যুবরাজের

  • প্রকাশের সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২২ বার সংবাদটি পাঠিত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি: এপি

কণ্ঠ ডেস্ক

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রিয়াদে অনুষ্ঠিত আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে এমবিএস বলেন, ফিলিস্তিনি ও লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত এই হত্যাযজ্ঞ নিন্দনীয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সৌদি যুবরাজ বিশ্বব্যাপী দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলকে যে কোনও ধরনের আগ্রাসন থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের পদক্ষেপগুলো স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং কেবল ন্যায়বিচারেই এ শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইত ইসরায়েলের সামরিক অভিযানকে নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিশ্বকে এই সহিংসতার প্রতি অন্ধ হতে দেওয়া যায় না। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, গাজা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন আরব ও ইসলামিক নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করেছে।এই সম্মেলনের মূল অগ্রাধিকার হলো আক্রমণ বন্ধ করা, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা। সৌদি সংবাদমাধ্যম আল এখবারিয়ার খবরে জানানো হয়, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সম্মেলনে যোগ দিতে রবিবার রিয়াদে পৌঁছান। এছাড়া, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্মেলনে যোগ দিতে না পারলেও, একটি ফোনালাপে এমবিএসকে জানান যে, ইরানের প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রেজা আরেফ ইরানের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দেবেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION