তাজাম্মূল হুসাইন
দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহিনুর রহমান পান্না বলেছেন, সাংবাদিকদের কাজের মাধ্যম এখন শুধু সংবাদপত্রেই সীমাবদ্ধ নেই, বর্তমানে তা টেলিভিশন ও অনলাইনে ব্যাপকভাবে স¤প্রসারিত হয়েছে। তাই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে সজাগ ও সচেতন থেকে সত্য ও সেবার ব্রত নিয়ে সাংবাদিকতায় আসতে হবে। শনিবার প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সভাকক্ষে যশোর জেলাস্থ প্রতিনিধিনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মোস্তাকিম আল রাব্বি সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিকের দায়িত্ব হচ্ছে, সত্য উদঘাটন ও সত্যের বিকাশ ঘটানো। একজন সাংবাদিককে আত্মসচেতনতার মাধ্যমে পেশার দায়িত্ব ও নির্দেশনা মেনে চলা আবশ্যক। তবেই দেশ ও দেশের মানুষের সেবা নিশ্চিত হবে। প্রতিদিনের কণ্ঠ পত্রিকা এখন মফস্বলে শীর্ষস্থানীয় হয়ে উঠেছে। এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। প্রতিদিনের কণ্ঠ এখন কোয়ালিটি সাংবাদিকতা করছে। আগামীতে এ ধারা বজায় রাখতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন প্রতিদিনের কণ্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সহ-সম্পাদক নাসির খন্দকার, ব্যবস্থাপনা সম্পাদক আশিকুর রহমান টনি, যুগ্ম বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, মফস্বল বার্তা সম্পাদক শরিফুল ইসলাম ও সাহিত্য সম্পাদক নিতাই চন্দ্র পাল।
অপরদিকে, প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে প্রতিদিনের কণ্ঠ পত্রিকার মফস্বল সাংবাদিক ইউনিটের ১বছর মেয়াদী ১৪ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন- আমের আলী শেখ, সহ-সভাপতি আলতাফ হোসেন, আশরাফুল আলম লিপু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজু, দপ্তর সম্পাদক এস এম আব্দুল্লাহ, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম, সদস্য ইকরাম হোসেন, ইমাম হোসেন, জি এম মিজানুর রহমান, মহিউদ্দীন বাপ্পি ও রকিবুল ইসলাম।