বাংলাদেশ || ২৯ জানুয়ারি ২০২৬

মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেনের পথসভা

মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেনের পথসভা

মোস্তাকিম আল রাব্বি সাকিব

প্রকাশিত: ২১:৪২, ২৯ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ২ নং কাশিমনগর ইউনিয়নের কাশিমনগর স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়।
​নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই মণিরামপুরের প্রতিটি ইউনিয়ন ও পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় কাশিমনগরের এই পথসভাটি এক বিশাল জনসভায় রূপ নেয়। বিকেল হওয়ার আগেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা মিছিল নিয়ে স্কুল মাঠে সমবেত হতে শুরু করেন। 'কলস' মার্কার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-৫ আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন, "মণিরামপুরের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি কোনো পদ-পদবির মোহে নয়, বরং আপনাদের সেবা করার লক্ষ্য নিয়েই এই নির্বাচনে দাঁড়িয়েছি। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, এই জনপদের মানুষ পরিবর্তন চায় এবং তারা সঠিক নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত।"
​তিনি আরও বলেন, "নির্বাচিত হলে মণিরামপুর উপজেলাকে একটি স্মার্ট ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য। আগামী নির্বাচনে আপনারা কলস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের সেবক হয়ে কাজ করে যাব।"
​​কাশিমনগর ইউনিয়নের স্থানীয় মুরব্বি ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় বক্তারা বলেন, এ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন একজন সজ্জন ও নিষ্ঠাবান মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে।
​সভা চলাকালীন পুরো কাশিমনগর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিশেষ করে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই আসনের নির্বাচনী লড়াই এবার বেশ জমে উঠেছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইকবাল হোসেনের অবস্থান বেশ শক্তিশালী।
​পথসভা শেষে প্রার্থী স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। সভায় কাশিমনগর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।