অসহায়, গরিব-দুঃখী এবং শীতার্ত মানুষের মাঝে প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র (কম্বল)বিতরণ করেছে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠন।২৭/১২/২৫ শনিবার বিকাল ৩:১৫ মিনিটে শার্শায় ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ২ নংঘিবায় সংগঠনটির নিজ কার্যালয়ের পাশে ইউনুস আলী মেম্বারের উঠানে আনুষ্ঠানানিকভাবে "৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে" অর্ধ -শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম.শাখির উদ্দিন এবং শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন।
স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শেখ মাহবুব আলম ও সদস্য মাষ্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন সেবা প্রদানের বিষয়ের উপর তুলে ধরে বক্তৃতা করেন সংগঠনটির পরিচালক মোঃ আশরাফুল ইসলাম।এ সময় সংগঠনের উপদেষ্টা মন্ডলী,কার্যকরী কমিটির সদস্যগনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বপ্নছায়া একটি সেচ্ছাসেবী সংগঠন। যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারুণ্যের আয়োজন। "চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবে।












