ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে। দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে যশোরের ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘোষণা দিয়েছেন, জনগণের পবিত্র আমানত ও ভোটে জামায়াত ক্ষমতায় গেলে দেশে একটি ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।
যশোরকে সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহর রহমতে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে যশোর শহরকে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে।” এছাড়া তিনি যশোরে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মানোন্নয়ন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং ভৌত অবকাঠামোসহ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এই দাবিগুলো কোনো করুণা নয়, বরং যশোরবাসীর ন্যায্য অধিকার।
ন্যায়বিচার ও প্রতীকী তাৎপর্য দলের নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা'র তাৎপর্য তুলে ধরে আমির বলেন, “দাঁড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক। ইনশাআল্লাহ, এই পাল্লার মাপে কোনো কমবেশি করা হবে না। প্রতিটি মানুষের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
গণভোট ও মুক্তির ডাক জনসভায় উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে তিনি আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “হ্যাঁ মানে আজাদী (মুক্তি), আর না মানে গোলামী।” তিনি জনগণকে সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকারে অংশ নেওয়ার অনুরোধ জানান।
জোটের প্রার্থী পরিচিতি বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান যশোরে ১০-দলীয় জোটের মনোনীত প্রার্থীদের উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন। তিনি দেশের টেকসই উন্নয়নের স্বার্থে জোটের প্রার্থীদের 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।












