নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যশোরের মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫টি পৃথক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। অভিযানে ৮৯ যশোর-৫ আসনের বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিদের মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।আদালত সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বারে নির্বাচনী প্রচারণার ব্যানার ঝুলিয়ে আচরণবিধি ভঙ্গ করায় কলস মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে গাছের গায়ে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝোলানোর অপরাধে ধানের শীষ, হাতপাখা এবং লাঙ্গল মার্কার প্রার্থীর প্রতিনিধিদের তিনটি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।এছাড়া, শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজারে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহার করে আচরণ বিধিমালার ১৩(গ) ধারা লঙ্ঘন করায় ধানের শীষ প্রতীকের প্রতিনিধিকে আরও ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষে এই অভিযানসমূহ পরিচালনা করেন:মাহির দায়ান আমিন, সহকারী কমিশনার (ভূমি), মণিরামপুর। মোঃ তাওমীদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর।অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন মণিরামপুর থানা পুলিশ এবং অস্থায়ী ক্যাম্পে অবস্থানকারী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













