বাংলাদেশ || ২৯ জানুয়ারি ২০২৬

ইয়াসিন আহ্বায়ক, সারজিন সদস্য সচিব

মণিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

মণিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

কমিটির নেতৃবৃন্দ

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ২৯ জানুয়ারি ২০২৬

যশোরের মণিরামপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনের যশোর জেলা শাখার পক্ষ থেকে আগামী তিন মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

​নবগঠিত এই কমিটিতে ইয়াসিন আরাফাত-কে আহ্বায়ক এবং সারজিন হাসান মাহিন-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ:

  • যুগ্ম আহ্বায়ক: আশিকুর রহমান, এস এম তাবিবুল ইসলাম, এহসান মাহবুব রাফিসহ আরও কয়েকজন।
  • যুগ্ম সদস্য সচিব: সাবির আহমেদ রিয়াদ ও সাকিবুর রহমান দীপ্ত।
  • মুখ্য সংগঠক: মো. জুবায়ের নাঈম।
  • সহ-মুখ্য সংগঠক: সোহানুর রহমান তাসিন ও মো. লিখন হোসেন।
  • মুখপাত্র: মো. রিয়াদ হোসেন।
  • সহ-মুখপাত্র: ফাতেমা সুলতানা ভাবনা, মোছা. সিনথিয়া খাতুন ও আয়েশা আক্তার ওরমি।

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে।

​সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন এই কমিটির মাধ্যমে মণিরামপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে ছাত্র অধিকার রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট লড়াইয়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা মনে করেন।