বাংলাদেশ || ০২ জানুয়ারি ২০২৬

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় রশীদ বিন ওয়াক্কাসের উদ্যোগে দোয়া

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় রশীদ বিন ওয়াক্কাসের উদ্যোগে দোয়া

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ৩০ ডিসেম্বর ২০২৫

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের মনিরামপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের পেয়ারাতলা বাজারে যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রশীদ বিন ওয়াক্কাসের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে রশীদ বিন ওয়াক্কাস বলেন, “আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশ তার যোগ্য অভিভাবককে হারালো। দেশ যখন গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে, এমন মুহূর্তে উনার দিকনির্দেশনা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। উনার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।” তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দোয়া মাহফিলের পূর্বে পবিত্র কুরআন খতম সম্পন্ন করা হয়। এরপর স্থানীয় বিভিন্ন মসজিদ-মাদরাসার পরিচালক, ইমাম, হাফেজ এবং রাজনৈতিক নেতাকর্মীদের সাথে নিয়ে বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং মুফতী কামরুজ্জামান কাসেমীর সঞ্চালনায় উক্ত মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।