বাংলাদেশ || ২৯ জানুয়ারি ২০২৬

জাতীয় পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতায় মণিরামপুরের দুই শিক্ষার্থী

জাতীয় পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতায় মণিরামপুরের দুই শিক্ষার্থী

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২৯ জানুয়ারি ২০২৬

যশোরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গীতাপাঠ প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে মণিরামপুরের শিক্ষার্থীরা। জেলার ৮টি উপজেলার প্রতিযোগীদের মধ্যে দুটি গ্রুপ থেকে নির্বাচিত ৩ জন বিজয়ীর মধ্যে দুইজনই মণিরামপুরের শিক্ষার্থী।বুধবার (২৮ জানুয়ারি) যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদ কার্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা অংশ নেন।প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে বিজয়ী হয়েছে মণিরামপুরের সোনাডাঙা গ্রামের পল্লী চিকিৎসক আনন্দ দাসের কন্যা অনন্য দাস বর্ষা। অপর বিজয়ী হলেন বাকোশপোল গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাকোশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত রায়ের কন্যা দীপান্বিতা রায়। তারা উভয়েই মণিরামপুর পার্থ সারথি গীতা বিদ্যা নিকেতনের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের শিক্ষক আনন্দ কুমার দেবনাথ। তিনি বলেন, “নৈতিক চরিত্র গঠন এবং সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজের চেতনাকে জাগ্রত করতে গীতা পাঠের কোনো বিকল্প নেই। এই সামাজিক দায়বদ্ধতা থেকেই মণিরামপুর উপজেলাব্যাপী ৭-৮টি গীতা স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।”
তিনি আরও জানান, এই প্রচেষ্টার ধারাবাহিকতায় এর আগেও তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী তিথী বিশ্বাস জাতীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণ করেছিলেন, তিথী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অধ্যয়নরত।
আজ আবার-ও জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতার আমাদের শিক্ষার্থী  অনন্য দাস (বর্ষা) ও দীপান্বিতা রায় ছয় উপজেলার মধ্যে বিজয়ী  তিনজনের মধ্যে, প্রথম ও তৃতীয় স্থানে দুই শিক্ষার্থী সেরা হয়েছে।আমি তাদের সাফল্য কামনা করি। মণিরামপুর উপজেলায় গীতার এই আলো ছড়িয়ে দিতে তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।