বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

জনমনে আতঙ্ক

সনাতনীদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও চুরি

সনাতনীদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ২১ জানুয়ারি ২০২৬

বাবলু মিয়া, কোটচাঁদপুর
​ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এক রাতেই আনসার কমান্ডার এবং একাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত (১৯ জানুয়ারি) সোমবার দিবাগত রাতে বলুহর শেখপাড়া গ্রামের বাসিন্দা ও আনসার সহকারী প্লাটুন কমান্ডার মোঃ মমিনুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা কৌশলে ঘরে প্রবেশ করে একটি স্মার্টফোন,দুটি বাটন ফোন,একটি বাইসাইকেল এবং পেশাগত ও ব্যক্তিগত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে মমিনুর রহমান বর্তমানে চরম দুশ্চিন্তায় রয়েছেন।​একই রাতে গ্রামের উজ্জ্বল হালদার ও নিতাই হালদারের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতদল পরিবারের সদস্যদের ধারালো রামদার মুখে জিম্মি করে নগদ ৪৬ হাজার টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে কোটচাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে,মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের বাড়িতে এমন চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাবোধ নিয়ে প্রশ্ন উঠেছে।