মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রয়াত লৎফর রহমানের করব জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারের নামলেন জাতীয় পার্টির মনোনিত সংসদ সদস্য পদ প্রাথী ও মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভপতি এম.এ হালিম। গতকাল রোববার বিকেলে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামে প্রয়াত উপজেলা চেয়ারম্যান লৎফর রহমানের করব জিয়ারত করেন এম. এ হালিম এবং কবর জিয়ারত শেষে লৎফর রহমান এর বাড়িতে তাহার পরিবারের লোকজনের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন। এই সময়ে তার সাথে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জাতীয় পর্টির সাধারণ সম্পদক এ্যাড. হাবিবুর রাহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আজগার আলী, জাতীয় কৃষক পার্টির যশোর জেলা সভাপতি মঈন উদ্দীন খান, জাতীয় তরুন পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু, উপজেলা জাতীয় পার্টির সংিগঠনিক সম্পাদক বজলুর রহমান সহ শতাধিক নেতা কর্মী তার সাথে উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।












