স্টাফ রিপোর্টার,শ্যামনগর
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মঙ্গলবার ৮ অক্টোবর ভূমি দসু প্রতারক ও মিথ্যা মামলাকারি মোকসেদ আলীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন উপজেলা নাগরিক সমাজ ও সচেতন এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক সমাজের পক্ষে ইয়াসিনুর রহমান,হাবিবুর রহমান,হুমায়ুন কবির, এস কে আলম ও ব্যবসায় মমিনুর রহমান। তারা বক্তব্যে বলেন, উপজেলা বাস্তহারালীগের সাবেক সভাপতি, উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্তো বাস্তবায়ন কমিটির সদস্য পরিচয়ে ভূমিদস্যু, প্রতারক মোঃ মোকছেদ আলী ও তাঁর চাঁদাবাজ পুত্র রহমত আলী জামাতা একাধিক হত্যা মামলার আসামী ছাবের মিস্ত্রী গং দের বিরুদ্ধে অসহায় নারী-পুরুষদের কাছ থেকে জমি ও ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানানো হয়। মোকছেদ আলী বিরুদ্ধে শ্যামনগর সদরে মুক্তিযুদ্ধা বারেক গাজীর, থানা মসজিদ এর ইমাম মাওলানা জুবায়ের হোসেন, পৌর জামাতের আমির সাচ্চু গাজী, সুজা মাহমুদ গাজী সহ অসংখ্য লোকজনের জায়গা দখল করার অভিযোগ রয়েছে। তার পরিবারের একাধিক সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি,হত্যা,রাতের আধারে অন্যের জমি দখল, খাসজমি দখল করে বিক্রি করা,সরকারি ঘর দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানানো হয়।