স্টাফ রিপোর্টারঃ মণিরামপুরের বেশিরভাগ এলাকার অলি-গলিতে এখনও পৌঁছায়নি জীবাণুনাশক। প্রধান সড়কগুলোতে পৌরসভার গাড়ি জীবাণুনাশক ছিটালেও জনবহুল এলাকাগুলোতে নেই কোনো ব্যবস্থা।এমন পরিস্থিতিতে সংক্রমণের শঙ্কার কথা জানালেন বাসিন্দারা।পৌরসভার বিশাল এলাকায় জীবাণুনাশক ছিটানোর কাজে ব্যবহার হচ্ছে মাএ ১টি গাড়ি ও মামাণ্য লোকবল যারা বাজারের কিছু অংশে হস্তচালিত পাম্পের মাধ্যমে জীবাণুনাশক ছিচাচ্ছেন । আর এ কার্যক্রম সীমাবদ্ধ থাকছে গুটিকয়েক এলাকার প্রধান সড়কগুলোতেই।স্থানীয়রা জানান, মূল রাস্তায় দেয়া হয়, অলিগলিতে জীবাণুনাশক দেয়া হয় না। বিষয়টি জানতে চাইলে করে মেয়র জানালেন দু’একদিনের মধ্যেই অলিগলিও জীবাণুমুক্ত করা হবে। দেশে করোনার প্রাদুভার্বের পর গত ২৫ মার্চ থেকে পৌরশহরে শুরু হয় জীবাণুনাশক ছিটানোর কাজ।