1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

বৈষম্যবিরোধী নেত্রীর ধর্মত্যাগ করে বিয়ে, ‘স্বামীকে ছেড়ে যাবো না’ বলে বিষপান

  • প্রকাশের সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৭ বার সংবাদটি পাঠিত

নিজস্ব প্রতিবেদক

ভালোবাসা যার টানে সব কিছু ত্যাগ করা যায়, এমনকি নিজের পরিচয়ও। ঠিক তেমন করেই প্রেমের টানে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন কেশবপুরের বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নেতৃত্ব দেয়া এক শিক্ষাথী । নিজের নাম পরিবর্তন করে মুসলিম নাম গ্রহণ করেন। প্রেমিকের হাত ধরে তারা দুজনে পালিয়ে আসেন যশোরের কুয়াদা গ্রামে। কিন্তু সেই কুয়াদায় হানা দেয় মেয়েটির বাবা ও ভাই। ঘটনাস্থলে পৌঁছায় ডিবি পুলিশও। এক পর্যায়ে ‘বাথরুমে যাব’ বলে সরে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন । হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে যশোরের কুয়াদা বাজারে। বর্তমানে তার ঠাঁই হয়েছে যশোর জেনারেল হাসপাতালের বারান্দায়।খোঁজ নিয়ে জানা গেছে, ওই কিশোরী ও তার প্রেমিক দুজনেই অপ্রাপ্তবয়স্ক। দুই দিন আগে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। পরে চলে আসেন ছেলের আত্মীয়ের বাড়ি কুয়াদার মোল্লাপাড়া গ্রামে। নতুন জীবনের স্বপ্নে বুক বাঁধেন দু’জনেই। কিন্তু রাতেই সেই স্বপ্নে আঘাত হানে মেয়ের পরিবার। তারা হাজির হন মোল্লাপাড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশ যেয়ে ছেলে-মেয়েকে কুয়াদা বাজারে আনেন। স্থানীয়ভাবে দুই পরিবারের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য পরিবারের লোকজন উঠে পড়ে লাগে। কিন্তু মেয়েটি এক কথা বলে যেতে থাকেন, জীবন গেলেও তিনি স্বামীকে ছেড়ে যাবেন না। পরিবার তা মানতে রাজি হয়নি। এক পর্যায়ে পরিবারের চোখ ফাঁকি দিয়ে তিনি বাথরুমে যাওয়ার কথা বলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। উপস্থিত জনতা এতে ক্ষিপ্ত হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেনএ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ডিবির এসআই অলোক কুমার দে জানান, মেয়েটি ও তার প্রেমিক উভয়েই অপ্রাপ্তবয়স্ক। মেয়েটি চলে যাওয়ার পর তার পরিবার কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। সেই সূত্রে পরিবারের ডাকে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি ও এনসিপি নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। এর মাঝেই বাথরুমে যাওয়ার কথা বলে মেয়েটি বিষপান করেন। পরে পরিবারের সদস্যরাই তাকে হাসপাতালে ভর্তি করেন।মেয়েটির বাবা জানান, তারা দুজনেই নকল জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে করেছেন। দুজনেই অল্প বয়সী, তাদের সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি। এছাড়া তার মেয়ে এইচএসসি শিক্ষার্থী। তাকে নেয়ার জন্যই সেখানে আসা হয়।এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত কেশবপুরের এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন বলেন, ওই মেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন। সেই প্রেক্ষিতেই তিনি বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের উদ্দেশ্যে কুয়াদায় যান। হঠাৎ এ অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। তার অবস্থার অবনতি হচ্ছে। তাকে খুলনায় রেফার করা হচ্ছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION