কণ্ঠ ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। এতে যশোর জেলার চার বাসিন্দা নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানার এক কিলোমিটার দূরে, লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের জিল্লুর রহমান (৬৫), পাগলাদাহ গ্রামের ডা. জালাল, সদর উপজেলার হালিম (৫৫) এবং বাসের হেলপার হাসিব (৩২)।প্রথমে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়, বাকিরা ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যান। আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, হামদান পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোরের নওয়াপাড়া থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসভায় যাচ্ছিল। পথে চলন্ত অবস্থায় পেছন থেকে একটি মিনি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদির জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় গাড়ি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।