মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে দুর্বত্তরা ব্যাপক তান্ডব চালিয়েছে। রোববার বিকালে দুর্বৃত্তরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের ব্যক্তিগত অফিসসহ ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।সূত্রে জানাযায়, মণিরামপুর উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আন্দোলনকারীরা একত্রিত হয়ে বিভিন্ন মোড়ে মোড়ে উপস্থিত হয়। বোরবার বিকালে সাড়ে ৩টার দিকে হাজার হাজার আন্দোলনকারীরা মুহুর্তের মধ্যে পৌর শহরে প্রবেশ করে সরকার পতনের স্লোগান দিতে থাকে। এসময় তাদের হাতে লাঠি সোটা, জিআই পাইপ ছিলো। পৌরসভা ভবনে প্রবেশ করে ভাংচুর আগুন জ¦ালিয়ে দেয়।
আ’লীগ অফিস ভাংচুর ও চেয়ার টেবিল একত্র করে আগুন ধরিয়ে দেয়, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের ব্যক্তিগত অফিসের সাটার ভেঙ্গে আলমারি, চেয়ার টেবিল প্রয়োজনীয় কাগজ পত্র একত্র করে আগুন জ¦ালিয়ে দেয়। এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মহমুদুল হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে বিরোধী সন্ত্রাসীরা দলীয় কার্যলয়সহ পৌরসভা ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি করেছে।উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন জানান, জামায়াত ও বিএনপিরা হঠাৎ পৌর শহরে প্রবেশ করে সরকারি স্থাপনা, দলীয় কার্যলয় ও আমার বক্তিগত অফিসে অনেক টাকা লুটপাট করে প্রয়োজনীয় কাগজ পত্র আসবাব পত্র পুড়িয়ে দিয়েছে। যারা সন্ত্রাসী করে তারা কোন দিন মানুষ হতে পারে না।