ইব্রাহিম খলিল
সাতক্ষীরা শ্যামনগরে ১৫ লক্ষ টাকায় প্রার্থী চুড়ান্ত অপকর্ম ফাঁস হওয়ায় বিপাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি। জানা গেছে শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়ন এর এর “কৈখালী এস, আর মাধ্যমিক বিদ্যালয়” যার পূর্ণাঙ্গ নাম “কৈখালী ছামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়” এর প্রধান শিক্ষক পদ শুন্য থাকায় উল্লেখিত পদের বিপরীতে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম ১৫ লক্ষ টাকা উৎকোচ বিনিময়ে একজন প্রার্থীকে মনোনীত ও চুড়ান্ত করেন। স্থানীয়দের অভিযোগ, কৈখালী এস, আর মাধ্যমিক বিদ্যালয়ের দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম পরস্পর যোগসাজশে নিয়োগ বোর্ডের পূর্বে প্রধান শিক্ষক পদে প্রার্থী শেখ সালাউদ্দিন কে মনোনীত করে তার নিকট থেকে ১৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন। খোজ খবর নিয়ে জানা গেছে, নিয়োগ বোর্ডের আগে টাকার বিনিময়ে মনোনীত ও চুড়ান্ত করা প্রার্থী সালাউদ্দিন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর (যাদা) গ্রামের মৃত শেখ নওশের আলীর ছেলে। সে কৈখালী এস,আর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, নিয়োগ কমিটির সদস্যদের ম্যানেজ করার মাধ্যমে বিধিবহির্ভূত ভাবে প্রশ্নপত্র ফাঁস করে পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে প্রার্থী সালাউদ্দিন কে উত্তীর্ণ করে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করা হবে বলে বহু দিন আগে থেকেই
ছক কষছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। নিয়োগ কমিটিকে ম্যানেজ করে প্রশ্নপত্র ফাঁস ও সাজানো পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে প্রার্থী সালাউদ্দিন কে প্রধান শিক্ষক পদে নেওয়া হবে মর্মে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রীতিমতো স্থানীয়রা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির উপর ক্ষুব্ধ। অভিযোগ উঠেছে, কৈখালী এস, আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চুড়ান্ত প্রার্থী সালাউদ্দিন ছাড়া অন্যান্য আবেদনকারীরা মুলত সবাই ডামি প্রার্থী বলে একাধিক সুত্র দাবি করেছে। কৈখালী এস,আর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নিজেদের স্বার্থ সিদ্ধির নিমিত্তে প্রধান শিক্ষক পদে চাকরি করতে অনিচ্ছুক ব্যক্তিদের দিয়ে উল্লেখিত পদের বিপরীতে আবেদন করিয়েছেন। যাতে কোন প্রকার বাধাগ্রস্ত ছাড়াই গোপনে চুপিসারে ১৫ লক্ষ টাকায় মনোনীত প্রার্থী সালাউদ্দিন কে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করা যায়। এছাড়া যে কোন মুল্যে প্রার্থী সালাউদ্দিন কে প্রধান শিক্ষক পদে নিতে চান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম। সুশীল সমাজের মতে, যারাই রক্ষক তারা এখন ভক্ষক হয়ে উঠেছে। মেধা নয় শুধুমাত্র টাকার বিনিময়ে চাকরি প্রথা দিনকেদিন বেড়েই চলেছে। সেকারণে বেসামাল হয়ে পড়েছে নিয়োগ কমিটির সদস্যরা। বলাই বাহুল্য নিয়োগ বানিজ্য এখন মরন ব্যাধি ক্যান্সারে পরিনত হয়েছে।
এ বিষয় “কৈখালী এস, আর মাধ্যমিক বিদ্যালয়” এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ এর সাথে মুঠো ফোনে আলাপকালে ১৫ লক্ষ টাকা উৎকোচ বিনিময়ে প্রার্থী সালাউদ্দিন কে চুড়ান্ত করার ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
এ বিষয় “কৈখালী এস, আর মাধ্যমিক বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম এর সাথে মুঠোফোনে আলাপকালে প্রধান শিক্ষক পদে নিয়োগ বোর্ডের আগে ১৫ লক্ষ টাকায় সালাউদ্দিন কে চুড়ান্ত করার ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এ বিষয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও ডিজি প্রতিনিধি আমিনুল ইসলাম টুকু মুঠোফোন আলাপকালে তিনি বলেন, বিধিমোতাবেক স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয় শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ (তেজারত) এর সাথে মুঠোফোনে আলাপকালে কৈখালী এস,আর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষক পদে ১৫ লক্ষ টাকায় সালাউদ্দিন কে মনোনীত করার ব্যাপারে তিনি বলেন এ ব্যাপারে আমি অবগত নই। মোটা অংকের টাকায় ম্যানেজ হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এ বিষয় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিয়োগ কমিটির সদস্য আব্দুল্লাহ আল রিফাত মুঠোফোনে আলাপকালে বলেন, নিয়োগের আগে প্রার্থী চুড়ান্ত করার কোন সুযোগ নেই। বিধিমোতাবেক স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এদিকে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক নিয়োগ বোর্ডের আগে ১৫ লক্ষ টাকায় শেখ সালাউদ্দিন কে প্রধান শিক্ষক পদে মনোনীত করার ঘটনায় কৈখালী এস, আর মাধ্যমিক বিদ্যালয় এর দাতা সদস্য জি,এম রেজাউল করিম পাতানো নিয়োগ বোর্ড স্থগিতের জন্য গত ০৪ জুলাই শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা প্রশাসক সহ শ্যামনগর- কালিগঞ্জ আংশিক সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।