1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ১০ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪০ বার সংবাদটি পাঠিত

ওমর ফারুক বিপ্লব,সাতক্ষীরা

সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের ১০সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত জুয়ারি অনলাইন জুয়ার মাধ্যমে প্রলোভন দেখিয়ে বিপুল
পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিত দাবী পুলিশের। শুক্রবার রাতে এক
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা জেলা
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে
আজিজ।

গ্রেফতারকৃতরা হলেন, তালা উপজেলার সুজনশাহা গ্রামের মৃত
সামছুর রহমানের ছেলে আব্দুল হামিদ রানা (৪০), উথালী গ্রামের শহিদুল
ইসলামের ছেলে সাইদুর রহমান (২৮), দক্ষিণ নলতা গ্রামের মৃত ফজর
গাজীর ছেলে শাহিদুর রহমান (৪০), ডাঙ্গানলতা গ্রামের মৃত শেখ ফজর
রহমানের ছেলে শাহাদৎ হোসেন (২৮), দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া
গ্রামের ময়নুদ্দিন মোড়লের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (৩০), শ্যামনগর
উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে আনিছুর
সরদার (৩১), পাখিমারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কামাল
হোসেন (৩০), একই গ্রামের উত্তরপাড়া এলাকার জেহের আলীর ছেলে
জিনারুল ইসলাম (২৫), খুটিকাটা গ্রামের শওকত আলীর ছেলে
মাহামুদুল হাসান (২৯) ও আশাশুনি এলাকার বল্লভপুর গ্রামের মুকুল
হোসেন (৩২)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে
আজিজ জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ
ঘোষিত জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন
মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে।
একপর্যায়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে জুয়াড়িদেরকে গোয়েন্দা
নজর দারিতে রাখা হয় এবং শুক্রবার দিনভর জেলার শ্যামনগর, আশাশুনি,
দেবহাটা ও তালা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ

সময় জুয়াড়িদের থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায়
আটককৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দ্বায়ের
করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION