1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শ্যামনগরে বেড়িবাঁধে আবারও নদী ভাঙন

  • প্রকাশের সময় সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৮ বার সংবাদটি পাঠিত
শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ৯ নং সোরা মালী বাড়ী সংলগ্ন বেড়িবাঁধে( ২২ জুন ২০২৪)শনিবার বিকেলে হঠাৎ নদী ভাঙন দেখা দিয়েছে।

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ৯ নং সোরা মালী বাড়ী সংলগ্ন বেড়িবাঁধে( ২২ জুন ২০২৪)শনিবার বিকেলে হঠাৎ নদী ভাঙন দেখা দিয়েছে। গাবুরা ইউনিয়নে হাজার কোটি টাকার মেঘা প্রকল্প চলমান থাকলে ও ৯ নং সোরা এলাকার মালীবাড়ীর সামনে আজো পযর্ন্ত কোন ভাবে মেঘা প্রকল্পটির কাজ শুরু হয়নি। গাবুরা ইউনিয়নে ৪৭ টি প ্যাকেজের মাধ্যমে চলছে মেঘা প্রকল্পের কাজ, তবে ৯ নং সোরা ২৬নং প ্যাকেজ চালু না করায় এভাবেই নদী ভাঙনে ভেঙে যাচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা আরোও বলেন গাবুরার ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ৯নং সোরা মালীবাড়ীর সামনের বেড়িবাঁধের অংশ টি তবে এই অংশ টি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে ও সেখানে বাঁধের কাজ হচ্ছে না কেনো।বেড়িবাঁধে ভাঙন এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন শনিবার বিকেলে গাবুরা ৯নং সোরা মালীবাড়ী সংলগ্ন বেড়িবাঁধে হঠাৎ নদী ভাঙনে বাঁধের বেশ কিছু অংশ ভেঙেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু ভর্তি জিও বস্তুা ফেলানোর ব ্যবস্থা করা হয়েছে।ইমার্জেন্সি ভাবে সেখানে রাতেই বস্তা ফেলানোর কাজ চলমান রয়েছে, তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী গণ গাবুরার এ ভাঙন বিষয়ে খোঁজ খবর রাখছেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION