জাহাঙ্গীর ইসলাম বুলবুল
সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, দেশ স্বাধীন হওয়ার অর্ধশত বছর অতিক্রান্ত হওয়ার পরও দেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা একটুও কমেনি। বরং আওয়ামী লীগের প্রয়োজনীতা বা উপযোগিতা দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে দলটির জনসমর্থন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে দেশে-বিদেশে শুরু হয়েছিল নানা ষড়যন্ত্র ও কূটকৌশল। কিন্তুু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য, বলিষ্ঠ, বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হয়েছে। ওই নির্বাচনে বাংলাদেশের জনগণ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক আওয়ামী লীগকে বিজয়ী করেছে।
সাবেক প্রতিমন্ত্রী রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বৃক্ততায় এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় সাবেক প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবেই। কোনো বিদেশি শক্তি, কোনো অপশক্তি ও কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা জেলা শ্রমিকলীগের সহসভাপতি বাবলুর করিম বাবলু, গৌতম চক্রবর্তী, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, তরুণ আওয়ামী লীগ নেতা সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল,শ্রমিক লীগের আহবায়ক বাবুল করিম বাবলু, পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ইসলাম বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তারেক মির্জা, গোপাল মল্লিক এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য তাসরিন সুলতানা শোভা।