আব্দুল আলিম,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় বজ্রপাতে শিশুসহ ২জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ২ জন।
নিহতরা শ্যামনগরের গড়পদ্মপুকুর থেকে গাবুরা হয়ে মোটর সাইকেল যোগে কয়রার ঘড়িলালের নিজ বাড়ী ফিরছিলেন। আজ দুপুর ১ টার দিকে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে গাবুরার গাগড়ামারী ও নেবুবুনিয়া ৩ নং এর মাঝামাঝি এলাকার একটি ফাকা মৎসঘেরের বাসায় আশ্রয় নেন ৪ জন। সেখানে বজ্রপাতে ২ জন নিহত ২ জন আহত হন। নিহতরা হলেন কয়রার ঘড়িলাল গ্রামের বোট চালক এনায়েত (৩৭) পিতা মোহাম্মাদ গাজী, তিনি তিন সন্তানের জনক নিহত অন্যজন শিশু নাজমুল (১১) পিতা আলামিন। আহত ২ জন নাজমুলের দাদা মুছা গাজী (৬৫) পিতা আনারুদ্দিন গাজী অন্যজন মইনুর (১৩) পিতা মোস্তফা কামাল। সবার বাড়ী কয়রার দক্ষিণবেদকাশী ইউনিয়নের ঘড়িলাল গ্রামে। আহত ২জনের অবস্থা আসংখ্যাজনক, তাদের চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতরা জানান তারা গড়প্দ্মপুকুরের আত্মিয়ের বাসা থেকে পার্শ্বেমারী খেয়াঘাট দিয়ে বাড়ি ফিরছিলেন পথে বৃষ্টি নামে। গাবুরা থেকে নিহতদের লাশ ট্রলার যোগে পরিবারের কাছে চলে গেছে।