স্টাফ রিপোর্টার
যশোরের মনিরামপুরের সুন্দলপুরে মাটি বিক্রিকে কেন্দ্র করে সন্ত্রাসি হামলায় মামা ভাগ্নে আহত জানা গেছে সুন্দলপুর এর আগরহাটি গ্রামে আলাউদ্দিন সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন(৩২) প্রতিদিন এর ন্যায় গত মঙ্গল বার রাত আনুমানিক ১১:৩০এর দিকে কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলেন।প্রতিমদ্ধ্যে সুন্দলপুর স্টার ভাটা সম্মুখে আসলে এনামুল, হাসান ও বাবলু মো: জাহাঙ্গীর হোসেন এর উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হয়। তার মামার উপর হামলা দেখে ভাগ্নে আসাদুজ্জামান এর ছেলে আবদুল্লাহ(২৭) এগিয়ে আসলে অভিযুক্ত উভয় এনামুল, হাসান, বাবলু আবদুল্লার উপর হামলা করে এতে তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়।পরবর্তীতে এলাকাবাসী তাদের উদ্ধার করে মনিরামপুর সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত জাহাঙ্গীর হোসেন জানায়, আমার পিতার মালিকানাধিন ৭বিঘার ঘেরের মাটি রামনগর গ্রামের মহিদুল এর নিকট বিক্রি করি। মাটি তোলার জন্য জামলা গ্রামের সোহাগ এর গাড়ি ভাড়া করি। তার সাথে আমার কথা হয় ৭০০ টাকা গাড়ি প্রতি দরে মোট ১০০ গাড়ি মাটি সে আমার ঘের থেকে উঠিয়ে দিবে। কিন্তু কাজ শেষ হবার পরে গাড়ি প্রতি ৫০টাকা আমাকে কম দেয়। এ নিয়ে স্থানিয়ভাবে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। যার সুত্র ধরে কথিত সন্ত্রাসিরা গতকাল আমার ও আমার ভাগ্নের উপরে হামলা করে।
মনিরামপুর উপজেলা সাস্থ্যকমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা:মো: আলেক উদ্দিন জানান, গত মঙ্গলবার রাতে, আহত অবস্থায় জাহাঙ্গীর ও আবদুল্লাহ হসপিটালে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে জাহাঙ্গীরকে ছেড়ে দেওয়া হয় ও আবদুল্লাহকে ভর্তি রাখা হয়।